প্রকাশিত : বুধবার , ২৪ জানুয়ারী ২০২৪ , দুপুর ০১:১০।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১০ মে ২০২৪ , রাত ১০:০৮

খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে ইউপিডিএফের ২ জন নি*হ*ত


মো.আকতার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের দুই সদস্য নিহত ও অপর এক সদস্য আহত ।

বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মহালছড়ি উপজেলার দুগম দুরছড়িতে একটি বাড়িতে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়লে দুইজন ঘটনাস্থলে মারা যায়।

নিহতরা হচ্ছে, রবি কুমার চাকমা (৬৫) ও শান্ত চাকমা ওরফে বিমল (৫২)।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানে অবস্থান করছিলেন। হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) প্রাণ হারিয়েছেন। বলে নিশ্চিত আর রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এ ঘটনার জন্য ঠ্যাঙাড়েরা ইউপিডিএফ সদস্যদের ওপর গুলি চালালে এতে দু’জন নিহত হয়েছেন।

তিনি এ হামলাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়ে হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান. খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য পুলিশ রওনা দিয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।