প্রকাশিত : বুধবার , ২৭ ডিসেম্বর ২০২৩ , রাত ০২:২৫।। প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার , ১৪ মে ২০২৪ , সকাল ০৬:০০

চরভদ্রাসন উপজেলাকৃষি অধিদপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ


আঃছালামমোললা, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের চরভদ্রাসনেউপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক কন্দাল ফসলের উন্নয়ন প্রকল্পের আওতায় পানি কচু ও লতি কচু প্রদর্শনী চারা উপকরণ  বিতরণ অনুষ্ঠানেপ্রধান অতিথি ছিলেন  মুহাম্মদ বিন ইয়াসমিন উপ-সহকারী পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ)ফরিদপুর তিনি বলেন,চরভদ্রাসনথেকে উচ্চমূল্যর সবজি বিদেশে রপ্তানির জন্য এপ্রকল্প   সরকার ভর্তুকি মুলক বীজ-সারওচারা বিতরন করছে চরভদ্রাসনউপজেলা কৃষি অধিদপ্তর। 

এছাড়া এবছর সরকার ভর্তুকি মুলক বিভিন্ন গম ভুট্টা কবি শস্যা  বীজ-সার লতিকচুওপানিকচুচারাবিতরণসহ ব্যাপক সাফল্য করেছে ।  এসময়উপজেলা কৃষিবিদ কৃষি অফিসার তোফাজ্জল হোসেন সহ এলাকার সুবিধাভোগী লোকজন উপস্থিত ছিলেন।