প্রকাশিত : শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , বিকাল ০৪:০৫।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২০ মে ২০২৪ , বিকাল ০৪:০৬

সোনাতলায় কমিউনিটি ক্লিনিক এর ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মামুন, বগুড়াঃ

শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচাই প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার সোনাতলা উপজেলায় বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ২৬ এপ্রিল প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৪ পালন উপলক্ষে  নুরপুর কমিউনিটি ক্লিনিক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোনাতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন কবিরাজ এর নির্দেশে উপজেলার মোট ২৬ টি কমিউনিটি ক্লিনিকে এ দিবস পালিত হয়েছে। ২৬ এপ্রিল ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নুরপুর কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন ।এই সময়ে উপস্থিত ছিলেন, নুরপুর কমিউনিটি ক্লিনিক এর সভাপতি মোঃ শহিদুল ইসলাম শুকু, সাধারন সম্পাদক মোঃ মুকুল, স্বাস্থ্য কর্মকর্তা  মোঃ আব্দুল মতিন (সিএইচসিপি), কোষাধ্যক্ষ মোঃ সামুছদ্দিন, সদস্য মোছাঃ গোলাপ ভানু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। দেশের প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে গ্রামীণ জনপদে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নিজস্ব একটি প্রকল্পের নাম কমিউনিটি ক্লিনিক প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু।

১৯৯৬ সালে রাষ্ট্রক্ষমতায় এসে‘সবার জন্য স্বাস্থ্য’ নীতিমালা বাস্তবায়ন এবং তৃণমূলের জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক প্রকল্প গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ২০০০ সালের ২৬ এপ্রিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নে গিমাডাঙ্গা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। তারই ধারাবাহিকতায় দিবসটি উদযাপিত হয়ে।