প্রকাশিত : শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ , রাত ১১:৫৬।। প্রিন্ট এর তারিখঃ শুক্রবার , ১০ মে ২০২৪ , বিকাল ০৪:১৭

নরসিংদী জেলার মনোহরদি উপজেলায় পালিত হয়েছে মহান বিজয় দিবস


মাহমুদুল হাসান লিমন, নরসিংদী জেলা প্রতিনিধিঃ

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে মনোহরদী প্রেসক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক  অর্পণ করা হয়। আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস বাংলাদেশিদের জন্য এক গৌরব উজ্জ্বল দিন। ধীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক দেশটির স্থান পেয়েছে। ১৯৭১ সালের ২৬ শে মার্চ তারিখে চট্টগ্রামের  কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর থেকে শুরু হওয়া বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমাপ্তি ঘটে একই বছরের ১৬ই ডিসেম্বর তারিখে। এই দিনে রাজধানী তৎকালীন রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে। 

দীর্ঘ এই নয় মাসে বাংলাদেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। সম্ভ্রম হারিয়েছেন অনেক মা বোন। পঙ্গুত্ববরণ করেছে অনেক মুক্তিযোদ্ধা। বাংলাদেশের জন্মের এই ৫২ বছরে অর্থাৎ বিজয়ের ৫২ বছর পূর্তিতে বাংলাদেশের সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধাঞ্জলি। পঙ্গুত্ববরণকারী সকল   মুক্তিযোদ্ধাদের জন্য বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং।  সম্ভ্রম হারানো মা-বোনদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা। স্বাধীনতা যুদ্ধে অংশ নেওয়া সকল মুক্তিযোদ্ধাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা ও অকৃত্রিম ভালবাসা। ওনাদের এই আত্মত্যাগের কারণে আজ আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি।