প্রকাশিত : শনিবার , ১৮ নভেম্বর ২০২৩ , রাত ০২:১১।। প্রিন্ট এর তারিখঃ শনিবার , ১১ মে ২০২৪ , রাত ১২:১১

কবিতা-অ'পার পৃথিবী


অ'পার পৃথিবী

  -  মোহাম্মাদ সোহেল


অ'পার পৃথিবী বড়ই বৈচিত্র্যময়

অপার ঐশ্বর্যের চির বহমান নয়।

ক্ষণিক ভুলে দুঃখ

ক্ষণিক শুদ্ধে সুখ,

সুখ-দুঃখ পলে পলে

অন্তিম নিয়মে বয়ে চলে।

ধন-রত্ন সবই মিছে

সব স্মৃতি যাবে মুছে।

থাকবেনা স্বজন-স্বজনী

মায়ার বাধনে ঘেরিয়া।

সঙ্গী হবেনা যাত্রী কেহ

অন্তিম অন্ধকারের।

নবরত্ম নবমল্লিকা ছাড়িয়া

যাবে সুদীর্ঘ কেশালয়ে।

কেহ যাবেনা কেহ রবেনা

যাবেনা কিঞ্চিৎ আলো,

কবরে যাবে শুধু

এক টুকরো সাদা কাফন

আর আমার মৃতদেহ।