• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৭:৪৭
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা

স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিঃ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দীতে স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড ফুটবল টুর্ণামেন্ট'র ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ১৯৯৭ সালের এস,এস,সি ব্যাচের আয়োজনে রামচন্দ্রপুর স্কুল এন্ড কলেজ মাঠে এই টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিং লিমিটেড এর স্বত্বাধিকারী ইন্জিনিয়ার আব্দুল ওহাব। তিনি বলেন, বর্তমান বাংলাদেশের যুবকদের প্রায় বেশিরভাগ যুবকই মাদকাসক্ত যার ফলে সমাজে দৈনন্দিন ঘটছে নানা অঘটন। মাদক থেকে ফেরাতে ক্রীড়াঙ্গনের ভূমিকা অপরিসীম বলে এমন উদ্যোগ নিয়েছেন। যুব সমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে পারলে মাদক ও অন্যান্য অপরাধ জনিত কার্যকলাপ থেকে বিরত রাখা সম্ভব। ক্রীড়া নিয়ে গড়বো দেশ মাদকমুক্ত বাংলাদেশ" এই প্রত্যয় নিয়ে ফুটবল লিগ টুর্নামেন্ট'টিরআয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পরে এই অঞ্চলে এমন ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে এবং খুব সুশৃংখলভাবে ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি হয়েছে। 

এসময় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে অতিথি হিসাবে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন মাসুমা ইয়াসমিন (চেয়ারম্যান স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড) 

মোহাম্মদ জাহাঙ্গীর আলম (এক্সিকিউটিভ ডিরেক্টর) মাহবুবুর আলম (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) জাকির হোসেন (লজিস্টিক অফিসার) রাব্বি সরকার (একাউন্টস অফিসার) মোতাহারুল ইসলাম (ম্যানেজার) শরিফুল ইসলাম (জুনিয়র সেলস অফিসার) নিফুল আলী (প্রজেক্ট ইঞ্জিনিয়ার)। কর্নেল আব্দুর রউফ,আরিফুল ইসলাম,বেলাল হোসেন, রবিউল ইসলাম, রেজাউল ইসলাম বাবু,শহিদুল ইসলাম,মোঃ ফজলু প্রাঃ আব্দুল্লাহ আল মামুন,জহুরুল ইসলাম, জাহিদুর রহমান বেলা,মোস্তাকিম সরকারসহ শতাধিক দর্শক শ্রোতা ।

লীগ পদ্ধতিতে এই টুর্ণামেন্টে উপজেলার ৬টি দল যথাক্রমে- লিজেন্ট একাদশ,  ইয়ংস্টার একাদশ, নব জাগরণ সংঘ,  মোস্তাকিম এক্সপ্রেস,  জেনারেশন জেড,  নাদিম এন্ড নাঈম ফুটবল একাডেমী অংশ গ্রহন করছিলো।

ফাইনাল টুর্নামেন্টে মুখোমুখি হয় লিজেন্ট একাদশ ও মোস্তাকিম এক্সপ্রেস। খেলার শুরু থেকেই একে অপরের ওপর আক্রমণ ও পাল্টা আক্রমণ চালালেও প্রর্থমার্ধে কোন দলই গোল করতে পারেনি । এভাবেই প্রর্থমাধের খেলা গোলশুন্য শেষ হয়। বিরতির পর দ্বিতীয়ার্ধেও একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে  খেলার ৭৩ মিনিটে মোস্তাকিম এক্সপ্রেসের ৪৭ নং জার্সি পরিহিত সিযাম গোল করে তার দলকে ১-০ গোলে এগিয়ে নেন। এরপর গোল পরিশোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় লিজা একাদশকে পরাজিত হয়ে রানার্সআপ হয়। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন সুজন এবং লাইন্সম্যান হিসেবে তাকে সহযোগিতা করেন জয়নাল আবেদীন জয় ও সিরাজুল ইসলাম। উদ্বোধনী খেলায় বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

ফাইনাল ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুর আলম লিটন। লাইনস ম্যান হিসেবে সহযোগিতা করেন শফিকুল ইসলাম বাবু ও জিব্রিল বাবু।

ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার বিশ হাজার টাকা তৃতীয় এবং চতুর্থ পুরস্কার ৫ হাজার টাকা। এছাড়াও বিজয়ী ও রানার্সআপ প্লেয়ারদের কে বিভিন্ন মেডেল দিয়ে সাম্মানি করা হয়।

খেলাধুলা

বিনোদন

সারাদেশ

ফুটবল

আরও পড়ুন