স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গতকাল মঙ্গলবার উডবার্ণ সরকারি গণগন্থাগার অডিটোরিয়াম হলে প্রায় দুইশত হতদরিদ্র,ছিন্নমূল পথ শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
বগুড়া জেলা হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের অধিকার,কল্যাণ ও ঐক্যের জন্য সর্বদা সচেষ্ট হওয়ার লক্ষ্য ও উদ্দেশ্যে সকাল ১০টার সময় এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রী পরিমল প্রসাদ রাজ,শ্রী গৌতম চন্দ্র। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা হিন্দু জাগরণ মঞ্চের আয়োজক কমিটির দিব্য ভৌমিক,প্রীতম সাহা,তুষার সরকার রূদ্র,রূদ্র সরকার,দিপঙ্কর কুমার খোকন,কনক চন্দ্র রায়,নিতিশ রায়,প্রতিভা দাশ,শাওন পাল,আনন্দ কুমার,শিপন চন্দ্র,বিভ গোস্মামী,নিমাই সাহা,পার্থ মদক,সনন সরকার,লিটন রায়,দোলা দাস প্রমূখ।