প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১৮ জানুয়ারী ২০২৪ , বিকাল ০৩:৩২।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৯ মে ২০২৪ , দুপুর ০২:২৮

নারীর ক্ষমতায়ন- তথ্য প্রযুক্তির বহুমুখী ব্যবহার আলোচনা।


আনোয়ার হোসাইন হৃদয়, রাঙ্গাবালী(পটুয়াখালী)

পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মায়েদের নিয়ে উপজেলার তথ্যআপা এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীর দৈনন্দিন সমস্যা সমাধানের জন্য কাজ করছে। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা তথ্যআপা মহিলাদেরকে নিয়ে রোজ বুধবার ১৭/০১/২৪ তারিখ কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এক আলোচনা সভার আয়োজন করেন। উক্ত আলোচনা সভায় ১০০ জন মহিলা অভিভাবক অংশ গ্রহণ করে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল কবির সহ অন্যান্য অতিথি বৃন্দ।