• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৮:২৫
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

বগুড়ায় সমবায় দলের নারী সমাবেশ র‍্যালি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় সমবায় দলের নারী সমাবেশ র‍্যালি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

গতকাল বুধবার বগুড়ায় জাতীয়তাবাদী সমবায় দলের আয়োজনে এক নারী  সমাবেশে দ্রুত জাতীয় সংসদের নির্বাচন দাবি করা হয়েছে। 

বগুড়ার টিএমএসএসের মহিলা মার্কেট মিলনায়তনে বিকেল ৩ টায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সমবায় দল বগুড়া জেলা কমিটির সভাপতি মার্জান আহাদ। 

সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী ও সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি ভার্চুয়ালী অংশ নিয়ে সমবেত মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে উপরোক্ত কথা বলেন তিনি। আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। সেই কঠিন লড়াইয়ের জন্য সার্বিক প্রস্ততি গ্রহনেরও আহ্বান জানান তিনি। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র নেতা গোলাম রব্বানী জ্যাকি,সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সাইফুল খান ফাকু, সাজ্জাদ হোসেন, মেহেদি হাসান মানিক, এ্যাড: ফারুক আহমেদ, মুসকি। বক্তব্য প্রদান মমতাজ বেগম,  ফরিদা ইয়াসমিন, শিউলী খাতুন, শাহানা ইউসুফ (রুশি), ফৌজিয়া আক্তার পুতুল, রওশন আক্তার,হামিদা বেগম, । উপস্থিত ছিলেন পলাশ, ফারুক, এনামুল, কামরুল,এরশাদ, হিমেল, সাজু, আহাদ শেখ, আসিফ, মিথুন, মৃদুল,কাওসার প্রমুখ। 

সমাবেশের পর একটি বিশাল র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে একই মিলনায়তনে মরহুম আরাফাত রহমান কোকোর ১০ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে একটি পৃথক সভা এবং জেলা কমিটির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দেশমাতা বেগম খালেদা জিয়ার সূস্থ্যতা ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমবায় দল বগুড়া জেলা শাখার সভাপতি মার্জান আহাদ।

সারাদেশ

আরও পড়ুন