বগুড়া প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী সমবায় দল নীলফামারী জেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৪ জানুয়ারী নীলফামারী জেলা বিএনপি কার্যালয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগির সরকার। জাতীয়তাবাদী সমবায় দল নীলফামারী জেলা শাখার আহ্বায়ক মাহমুদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, সমবায় দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোকাম্মেল কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক এম,এ হাফিজ, কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান মিলন, জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলা শাখার সভাপতি মার্জান আহাদ, কৃষকদলের কেন্দ্রীয় নেতা রনি খন্দকার প্রমুখ। সভা পরিচালনা করেন সমবায় দল নীলফামারী জেলা শাখার সদস্য সচিব নূরুন্নবী দুলু। প্রধান অতিথি জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি তাঁর বক্তব্যে বলেন," বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকার উন্নয়নের নামে দেশকে লুঠপাট করে অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। এই ফ্যাসিষ্ট সরকারকে ৫ ই আগষ্ট ছাত্র - জনতার বিপ্লবের মাধ্যমে উৎখাত করা হয়েছে সে বিপ্লবে জনগণের সঙ্গে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেছে। তাই বর্তমান বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কাজে আসবে না। ইনশাআল্লাহ তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি শীঘ্র দেশে ফিরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন বেগবান করবেন। " আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রিয়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ. খ.ম আলমগির সরকার।