বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সোনাতলায় কর্মী সমাবেশে এসে ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল লতিফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
২৮ অক্টোবর সোমবার সোনাতলা উপজেলা বিএনপির উদ্যোগে পৌর এলাকার ঘোড়াপীরস্থ চাতালে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে জোড়গাছা ইউনিয়ন বিএনপির মিছিল নিয়ে সমাবেশে আসে লতিফ নামে ওই কর্মী। সমাবেশে প্রচন্ড গড়মে হিট ষ্টোক করে মারা যান তিনি । সে জোড়গাছা ইউনিয়ন বিএনপির সদস্য ও গাছ বাড়ি গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। তিনি তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সমাবেশে।
সোনাতলা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ দলের যৌথ উদ্যোগে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি একেএম এম আহসানুল তৈয়ব জাকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সভাপতি ও সাবেক বগুড়া পৌরসভা মেয়র রেজাউল করিম বাদশা।
পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
জেলা বিএনপির ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহ উদ্দিন,
কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য ও বগুড়া ১ আসনের সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহাবুর রহমান হারেজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম,
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানসহ জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মীরা।
এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হাবিব রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক রিপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রতন, শফিকুল ইসলাম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা , রাজ্জাকুল ইসলাম রাজ্জাক,ছাত্রদলের সভাপতি সাজ্জাদুর রহমান চাঁদ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর ও ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসেন।