• ঢাকা
  • বুধবার , ১৯ মার্চ ২০২৫ , সকাল ০৯:১৭
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

ফরিদপুর ৪ আসনের বিএনপির নেতাকর্মীদের সবসময় পাশে থাকবো :আলমগীর কবির

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
ফরিদপুর ৪ আসনের বিএনপির নেতাকর্মীদের সবসময় পাশে থাকবো :আলমগীর কবির প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লাঃ

ফরিদপুর ৪আসনের চরভদ্রাসন,সদরপুর, ভাঙ্গা বিএনপি নেতাকর্মীদের সুখে-দু:খে বিপদ -আপদে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও"জিয়া পরিবারের সদস্য "উপদেষ্টা  আলমগীর কবির তিনি তার নিজ বাস ভবনে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাজাহান শিকদারের সভাপতিত্বে শনিবার বিকেল ৫ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে   চরভদ্রাসন উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল,স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল নেতাকর্মীদের পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা ব্যক্ত করেন।

সভাটি সঞ্চালনা করেন কৃষকদলের সভাপতি কামরুল হাসান ফিরোজ।

তিনি আরো জানান, বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নীতিনীতি নির্ধারকরা আমাকে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেয় তাহলে আমি নির্বাচন করব।দলের বাহিরে কোন সিদ্ধান্ত নিব না। বিএনপি নেতা কর্মীদের বিপদে আপদে সর্বদা আমাকে পাবেন। আমি আপনাদের বড়ভাই , ছোট ভাই যেটা মনে করেন সেটাই আমি। 

দলের বিভিন্ন নেতাকর্মীরা জানান, আলমগীর কবির বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন মামলা মোকদ্দমায় অর্থনীতি সহযোগিতা করেছেন। বিভিন্ন অসুবিধায় পাশে থেকেছেন।  

এতে বক্তব্য রাখেন, যুবনেতা মুজাফফর হোসেন জাফর,যুবনেত মনজুরুল হক মৃধা,সাবেক ভি পি আব্দুল কুদ্দুস বাদশা, যুবনেতা ওবায়দুল বারী দিপু খান, বিএনপির সহসভাপতি নুরু হোসেন মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক এজিএম বাদল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস,। 

এসার ও আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নিশাত মাহমুদ ফিরোজ, অনিক খান জিতু, সিকদার নাজমুল হাসান রাজু, এছাড়া বিএনপি'র ইউনিয়ন ওওয়ার্ড বিভিন্ন নেতাকর্মীরা। 

প্রথমে ছাত্রদলের নেতাকর্মীরা ফুল দিয়ে আলমগীর কবিরকে বরণ করে নেন।

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন