• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৬:৪৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলা

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় স্কুল শিক্ষিকাকে শ্লীলতাহানি ও মারপিটের অভিযোগে মামলা প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার ধুনট উপজেলার স্কুল শিক্ষিকাকে ধর্ষেনর হুমকি, বাজে ইঙ্গিত,শ্লীলতাহানি সহ মারপিট করার অভিযোগ উঠেছে। 

এবিষয়ে উপজেলার বেলকুচি গ্রামের এ্যাড.রাজ্জাকুল কবির বিদুৎ এর স্ত্রী স্কুল শিক্ষিকা ফৌজিয়া হক বীথি বাদি হয়ে একই গ্রামের মৃত আঃ রহমানের পুত্র নুরুল ইসলামের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। যাহার মামলা নং-৫

মামলা সুত্রে জানা গেছে,বাদী ফৌজিয়া হক বীথি স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন যাবৎ বিবাদী নুরুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ সহ কুরুচিপূর্ণ ইঙ্গিত করতো।  গত ৫ মার্চ বিকেল অনুমানিক পৌনে ৪ টার দিকে বীথি তার বাড়ীর সামনে অবস্থান করছিলেন। সে সময় আসামী তাকে অশ্লিল অঙ্গভঙ্গি করাসহ বিভিন্ন কুরুচি পূর্ণ ভাষায় গালিগালাজ করেন এবং তার পরনের লুঙ্গি উপরে তুলে পুরুষাঙ্গ দেখিয়ে ধর্ষণ করার হুমকি দিয়ে চলে যায়।  একইদিনে রাত্রী অনুমানিক সোয়া ১০ টার দিকে বীথি অসুস্থ জনিত কারনে ঔষধ ক্রয় করে বাড়ী ফেরার পথে পূর্বপরিকল্পিত বিবাদী নুরল তাকে শ্লীলতাহানি সহ এলোপাতাড়ি মারপিট করেন। তৎক্ষণাৎ বাদি চিৎকার করলে তার ছেলে ও ভাতিজা ঘটনাস্থলে এসে আসামীকে আটকানোর চেষ্টা করলে সে তাদের ধাক্কা মেরে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

বীথি বলেন, আমি একজন স্কুল শিক্ষিকা। আমাকে এভাবে হেনস্তা করলো, আমি যেন এর সঠিক বিচার পাই।

আসামী কে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান, মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার এস আই স্বপন মাহমুদ। 

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন