স্টাফ রিপোর্টার:
বগুড়ায় জোরপূর্বক জায়গা অতিক্রম করে নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে।
এবিষয়ে বগুড়া জেলা প্রশাসক, পৌরসভা,সদর থানা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ ও বগুড়া আদালতে মামলা করেন ভুক্তভোগী জাহানারা ইসলাস। যাহার মোকদ্দমা নং ১০৯ পি/ ২০২৫ (বগুড়া সদর) ১৪৪/১৪৫ ধারা মতে বিজ্ঞ আদালতের প্রসেস নং- ৩২৬,
পরবর্তীতে বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সদর থানার মাধ্যমে বিবাদী কে নোটিশ প্রেরণ করেন। কিন্তু সেই নোটিশ অমান্য করে কাজ করেই চলছে বিবাদীরা।
এতে চরম বিড়ম্বনায় পরতে হয় ভুক্তভোগী কে। বিবাদী পুলিশের চাকুরি করায় নানা ধরনের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে ভুক্তভোগী পরিবারকে।
১৫ ই ফেব্রুয়ারী ভুক্তভোগী এবিষয়ে পুলিশ কনস্টেবল এর বিরুদ্ধে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের বৃন্দাবন পাড়ার বাসিন্দা সিরাজুল ইসলামের স্ত্রী শাহানাজ ইসলাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, শহরের বৃন্দাবন পাড়ায় (পশ্চিম পাড়া) দীর্ঘ ৪০ বছর আগে জমি ক্রয় করে বসবাস করে আসছিলেন। গত ৩১ জানুয়ারী মৃত হাফিজার রহমানের ছেলে পুলিশ কনস্টেবল রেজাউল করিম ওরফে হিরো ও তার ভাই রানা তাদের বাড়ি নির্মাণ করার সময় পাশে তাদের জমির মধ্যে ঢুকে পড়ে ঢালাই কাজ করতে থাকে। এতে নিষেধ করার পরও তারা জোরপূর্বক ধনির্মারার ফজোলিয়ে যেতে থাকে। নিষেধ ক্ষিপ্ত হয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকী প্রদান এমনকি তাদের বিরুদ্ধে মামলা করারও হুমকী প্রদান করে।
পরে বগুড়া পৌরসভায় অভিযোগ দায়ের করলেও কোন কাজ হয়নি। এদিকে স্থানীয় কাউন্সিলরের সাথে যোগসাজশ করে তার স্বামীকে উক্ত কাউন্সিলর অফিসে ডেকে নিয়ে তাকে ভুল বুঝিয়ে জোর পূর্বক কাউন্সিলরের প্যাডে স্বাক্ষর করে নেয় যাতে তিনি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।