বগুড়া প্রতিনিধিঃ
সোনাতলায় এস.এম. নুহের মাহমুদ(৪৭) নামে ব্যক্তিকে সালিশি বৈঠকে কয়েকজন লোক সংঘবদ্ধ হয়ে বেদম মারপিট, টাকা লুট, মোটরসাইকেলে ও অফিসে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। গত ৮ ফেব্রুয়ারি দুপুরের দিকে উপজেলার উত্তর বয়রা গ্রামের শফিকুল ইসলামের বাড়ির উঠানে সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত রোববার ৮ জনের নাম উল্লেখ ও আরো ২৫-৩০ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে থানায় একটি মামলা দায়ের (মামলা নং ০৬) করেন তিনি। মামলা সূত্রে জানা যায়, সালিশি বৈঠকে এস.এম.নুহের মাহমুদ উপস্থিত ছিলেন। উপজেলার উত্তর বয়ড়া গ্রামের পিতা মৃত সেকেন্দার সরকারের ছেলে বকুল সরকার, ছলিম উদ্দিন সরকারের ছেলে সামাদ সরকার, দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত মোকলেছ এর ছেলে মাহফুজার রহমান, গোসাইবাড়ি গ্রামের মৃত মোতরাজ'র ছেলে মতি • প্রাং ও মতি প্রাং এর ছেলে ইদু-সহ আরো কয়েকজন দলবদ্ধ হয়ে পূর্ব শত্রুতার জের ধরে বে-আইনীভাবে লোহার রড, লাঠি ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে এস.এম.নুহের মাহমুদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে গুরুতর আহত করে। বিবাদীদের মধ্যে বকুল সরকার আহত ব্যক্তির পকেট থেকে সাতলাখ টাকা ছিনিয়ে নেয়। তার মোটরসাইকেল ও অফিস ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এতে তার প্রায় ১০ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়। বিবাদীরা এসব ঘটনা ঘটিয়ে যাবার সময় এস.এম.নুহের মাহমুদকে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে চলে যায়। পরে স্থানীয়রা নুহের মাহমুদকে উদ্ধার করে বগুড়ার মোহাম্মদ আলী • হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তি সোনাতলা থানায় একটি মামলা করেন।
এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান, সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী।