• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৭:২৯
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় ঝোপগাড়ীতে নকশ্ বন্দী মোজাদ্দেদীয়া দরবারের ৮১ তম ওরস মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় ঝোপগাড়ীতে নকশ্ বন্দী মোজাদ্দেদীয়া দরবারের ৮১ তম ওরস মাহফিল অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া শহরের ঝোপগাড়ীতে নকশ্ বন্দী মোজাদ্দেদীয়া দরবার শরিফের ৮১ তম পবিত্র ওরশ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

প্রতি বছরের ন্যায় এবারও ফেব্রুয়ারী মাসের ১৯,২০ তারিখে যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী উক্ত ওরশ মাহফিল পালিত হয়েছে।

 এখানে হাজার হাজার আশেকান - জাকেরান ভক্ত (সুন্নী) জনতার উপস্থিতিতে শাহান শাহে্ তরিকৎ হযরত মাওলানা শাহ্ ছুফী আলহাজ্ব ছমির উদ্দিন নকশ্ বন্দী মোজাদ্দেদী (রঃ আঃ) পীরের পবিত্র ওরশ মাহফিল পালিত হয়েছে।

উল্লেখ্য উক্ত দরবার শরিফে সহিহ হাদীস অনুযায়ী দুই প্রকার ইলম শেখানো হয় ইলমুল কূলব তথা ইলমে তাছাউফ/ইলমে মারিফত/ইলমেলাদুন্নী, ইলমুল লিসান তথা শরীয়ত

বর্তমান দায়িত্বপ্রাপ্ত পীর বলেন, উপরোক্ত দুই প্রকার ইলম অর্জন করা ফরয। দলিল (মুসলিম মিশকাত ইবনে মাযাহ, বায়হাক্বী)

আর তাই ইমাম মালিক (রহঃ) বলেছেন যে ব্যক্তি শুধু শরীয়ত শিক্ষা করেছে, ইলমে তাছাউফ শিক্ষা করেনি সে ফাসিক আর যে মারিফত/তাছাউফ শিক্ষার দাবী করে, কিন্তু শরীয়ত শিক্ষা করেনি সে কাফির।

দলিল (মুসলিম-মিশকাত, মিরকাত, আশয়াতুল লুময়াত, লুময়াত, মাজহারে হক্ব) সুতরাং ইলমে শরীয়ত ও তাছাউফ অর্জন করা যেমন ফরয তেমনি উক্ত ইলম অর্জন করার জন্য একজন হক্কানী-রব্বানী শায়েখ (পীর মুর্শিদ) এর নিকট বাইয়াত হওয়াও ফরয-ওয়াজিব।

সারাদেশ

আরও পড়ুন