বগুড়া প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী সমবায় দল বগুড়া জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ফারুক আহমেদ বগুড়ার এজিপি নিয়োগপ্রাপ্ত হওয়ায় সমবায় দল বগুড়া জেলা শাখা ফুলেল শুভেচছা ও সন্মাননা জানান। বগুড়ার টিএমএসএস অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বগুড়া জেলা সমবায় দলের সভাপতি মার্জান আহাদ, সিনিয়র সাংবাদিক মহসীন আলী রাজু, সমবায় দল বগুড়া জেলা কমিটির সাবেক সভাপতি গোলাম রব্বানী জাকি, সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল খান, সাজ্জাদ হোসেন, পলাশ, ফারুক, এরশাদ, হিমেল,কামরুল, সাজু, মুসকি,আসিফ,তারেক প্রমুখ। এ্যাড. ফারুক আহমেদ বিগত আন্দোলনে সমবায় দলের শহর কমিটির প্রায় এক ডজন নেতাকর্মীর মামলায় বিনা পারিশ্রমিকে আইনী সহায়তা দেয়াসহ জামিন প্রাপ্তিতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। জাতীয়তাবাদী সমবায় দলের বগুড়া শহর কমিটির তৎকালীন সভাপতি হিসেবে মার্জান আহাদ তৎকালীন জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. ফারুক আহমেদ অকৃত্রিম কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।