• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৬:৩৬
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ভিন্ন আয়োজনে সুদর্শন নয়ন রায় এর জন্মদিন পালিত

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ভিন্ন আয়োজনে সুদর্শন নয়ন রায় এর জন্মদিন পালিত প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

মাত্র ৩ বছরের মতো মডেলিং জগতে কাজ করেন তিনি। কাজ বাদ দিলেও আলোচনায় কম নেই। তরুণ প্রজন্মের বহু মডেলের আইকন তিনি। বলছিলাম  সবার প্রিয় সুদর্শন মডেল নয়ন রায় এর কথা। প্রতি বছর জমকালো আয়োজনে জন্মদিন পালন করলেও এবার ছিল একদম ভিন্নরুপ। বগুড়া সদরের একটি এতিম খানায় অর্ধশতাধিক ছোট বাচ্চাদের নিয়ে একবেলা ভোজন করেন তিনি। জানতে চাইলে নয়ন রায় বলেন, "প্রতি বছর জমাকালো আয়োজন করলেও মনের একটা ইচ্ছা ছিল এমন করে পালন করার তাই মনের ইচ্ছাটা পূরণ করলাম।" সম্ব্রান্ধ রায় বংশে ১৩ই ফেব্রুয়ারী ঢাকার মিডফোর্ড হাসপাতালে জন্ম গ্রহণ করেন। জন্মদিন উপলক্ষে দেশের নানান অঞ্চল সহ দেশ-বিদেশ থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা পান। তিনি সনাতন ধর্মাবলম্বী হলেও নেই কোন ভেদাভেদ, ধর্মের থেকে মানুষকে বড় করে দেখেন। সব সময় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন। ফেব্রুয়ারী মাস জুড়ে নানা রকম আয়োজনে ব্যসত সময় পার করেন। স্কুলে পড়ার সময় তিনি বন্ধুমহলে সংগীতশিল্পী হিসেবে বেশ পরিচিত ছিলেন। বগুড়া জিলা স্কুলে ২০১০ সালে এসএসসি পাস করেন, এর পর শাহ সুলতান কলেজের পর ঢাকার একটি বেসরকারি বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা শেষ করেন। পেশায় একজন সংবাদকর্মী হয়েও শখের বসে কিছুদিনের মিডিয়ায় কাজ তাঁর পরিচিতি ছাড়িয়ে যায়। তাছাড়াও দাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-০৬ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন পত্র গ্রহণ করেছিলেন তিনি। বর্তমানে তিনি সনামধন্য জাতীয় পত্রিকায় কাজ করছেন।

সারাদেশ

আরও পড়ুন