বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের বনানী এলাকার একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল এবং একবেলার খাবার বিতরণ করেছেন আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উপদেষ্টা, সাংবাদিক ও সমাজসেবক নয়ন রায়।
এ সময় তিনি বলেন, “আমি আমার সল্প আয় থেকে মানুষের সেবায় কাজ করে যাচ্ছি এবং যতদিন বাঁচবো, ততদিন এই কাজ অব্যাহত রাখবো।”
নয়ন রায়, যিনি জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বগুড়া জেলা সভাপতি, আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হিসেবেও কাজ করছেন, বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকাশতারা ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি জাহিদ হাসান, একুশে টেলিভিশনের ক্যামেরাপার্সন মো. রফিকুল ইসলাম, সেচ্ছাসেবী সৈয়দ কাউসার হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকগণসহ অন্যান্য অতিথিরা।