বগুড়া প্রতিনিধিঃ
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সারিয়াকান্দি থানার রামচন্দ্রপুরের শিমুল তলায় বায়তুন নূর জামে মসজিদ'র উদ্যোগে সভাপতি আব্দুল খালেক টুকু প্রাং এর সঞ্চালনায় ইসলামী জালসা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক স্কাইটাচ্ ডিজাইন এন্ড হোল্ডিংস লিমিটেড ঢাকা।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়াজ মাহফিল হল সর্বসাধারণের জন্য আয়োজিত ধর্মীয় আলোচনা অনুষ্ঠান। যেখানে ইসলামিক জ্ঞানগর্ভ নিয়ে আলোচনা হয়।
ইসলাম আমাদের শান্তির ধর্ম, দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিহিংসা থেকে ফিরে শান্তির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করার আহবান জানান। তিনি আরো বলেন, ঈমানদার যোগ্য ও দায়িত্ব সম্পূর্ণ নাগরিক তৈরিতে ওয়াজ মাহফিলের ভূমিকা অসামান্য। ধর্মীয় আলোচনা থেকে শিক্ষা নিয়ে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে এই প্রত্যাশা রাখি।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী'র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন সাহেব। এসময় তিনি বলেন দেশের এই ক্লান্তিকালে কোরআনের শাসনে দেশ জাতি, রাষ্ট্র সমাজ পরিচালনা করলে সবার মাঝে ভ্রাতৃত্ব বজায় থাকবে একই সাথে ইহকাল ও পরকালে শান্তি মিলবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি গোলাম রব্বানী, বগুড়া। দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা মুফতি ইসরাফিল বিন নাটোরী,নাটোর। তৃতীয় বক্তা হাফেজ মাওঃ আব্দুল ওসমান আনসারী বগুড়া। এ সময় এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। মাহফিলের মোনাজাতে সকলের জন্য দোয়া করা হয়।
উক্ত ওয়াজ মাহফিলের আয়োজন করেন অত্র মসজিদ কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা,সাধারণ সম্পাদক মোঃ হইবর আকন্দ।
এছাড়াও তিনি মসজিদ-মাদ্রাসা, এতিমখানাসহ ধর্মীয় অনুষ্ঠানগুলোতে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল ওহাব।