• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৬:৫৮
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় 'বাংলাদেশ -৮৮' চ্যারেটি ফোরাম এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় 'বাংলাদেশ -৮৮' চ্যারেটি ফোরাম এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ প্রিন্ট ভিউ

আল- মামুনঃ

"DoNation ফাউন্ডেশনে"র সহযোগিতায় এবং "বাংলাদেশ ৮৮" চ্যারিটি ফোরাম বগুড়া 'র পরিচালনায় হাসনা জাহান (ভান্ডারী) বালিকা বিদ্যালয়ে আনন্দমুখোর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার দেয়া হয়েছে। 

বুধবার ২৯ জানুয়ারী শহরের শীববাটি এলাকায় দুপুর ১ টার দিকে হাসনা জাহান স্কুলের ক্লাস রুমে উক্ত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন বগুড়ায় এস এস সি ৮৮'র সংগঠন "বাংলাদেশ ৮৮" বগুড়া জেলা শাখার উপদেষ্টা মেহেদী মাসুদ বিপু এবং চ্যারিটি সমন্বক পার্থ সারথী পোদ্দার, আস্তারী রহমান,তাসলীনা রহমান মুক্তি, ফারুক হোসেন এবং আহসান হাবিব লেমন সহ আরো অনেকে।

সারাদেশ

আরও পড়ুন