• ঢাকা
  • রবিবার , ২৩ মার্চ ২০২৫ , রাত ১১:২৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগ থাই-মিস্ত্রীর বিরুদ্ধে

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় প্রতারণা করে টাকা নেওয়ার অভিযোগ থাই-মিস্ত্রীর বিরুদ্ধে প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

 বসতবাড়ীর জালানা ও রেলিং এর কাজ করে দেবে বলে অগ্রিম টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে এক থাই মিস্ত্রির বিরুদ্ধে। এ বিষয়ে সোনাতলা থানায় ভুক্তভোগী সাংবাদিক মিনহাজুল বারী মিম লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মিনহাজুল বারী মিম উপজেলার বড়-বালুয়া গ্রামের আশরাফুল আলমের ছেলে। 

অভিযোগের বিবরনে বাদী বলেন,আমার বসতবাড়ীর জানালা ও রেলিং এর কাজের প্রয়োজনে উপজেলার আগুনিয়াতাইড় গ্রামের মজনুর ছেলে আব্দুল মোমিন কাজ সম্পন্ন করার জন্য  মৌখিক ভাবে ৩৫,০০০/- টাকা চুক্তি করে এবং মালামাল ক্রয় করার কথা বলে গত ২৭ আগষ্টে আমার মায়ের নিকট হতে অগ্রিম হিসাবে ২৫,০০০/-টাকা নিয়েছিলো। আব্দুল মোমিন আমার বাড়ীতে কোন কাজ না করলে আমি তার সাথে যোগাযোগ করিলে সে কাজ করে দিবে বলে বিভিন্ন বাহানা প্রদান করে সময় কালক্ষেপন করেন।

এবিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন্নবী  বলেন, অভিযোগ হাতে পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশ

আরও পড়ুন