শিবগঞ্জ (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ায শিবগঞ্জে অবৈধভাবে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির এক নেতার বিরুদ্ধে।
ক্ষমতার কাছে সাধারণ মানুষ জিম্মি তার প্রত্যক্ষ উদাহরণ শিবগঞ্জ উপজেলা মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত সোলেমান আলীর পুত্র জালাল উদ্দিন। তার নিজস্ব সম্পত্তি অবৈধভাবে দখল করেছেন জাতীয় পার্টির ওয়ার্ড কমিটির সেক্রেটারি কোহিনুর প্রামাণিক। মাছপাড়া।
ভুক্তভোগী জালাল জানান, গত ৬ বছর আগে তিনি ১১ শতক জমি মাছ পাড়া গ্রামের মোছাঃ আসমা বেগমের কাছ থেকে ক্রয় করে বুঝিয়ে নেন এবং কোহিনুরকে ধান ভাঙ্গার মেইল করতে ভাড়া দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তিনি ভাড়া দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি এলাকার সন্ত্রাসী ব্যক্তিদের মাধ্যমে ভয়-ভীতি প্রদর্শন করতে থাকেন। জীবন রক্ষার্থে তিনি থানায় সাধারণ ডায়েরি করলেও প্রশাসন কোনো প্রকার সহযোগিতা করেনি। গ্রাম্য সালিশ থেকে শুরু করে অনেক নেতা দ্বারস্থ হয়েও কোনপ্রকার সহযোগিতা পাননি।
ভুক্তভোগী জালাল উদ্দীন আরো বলেন,১১ শতক জমি উদ্ধারের জন্য আদালতে মামলা করলে মহামান্য আদালত আমার পক্ষে রায় প্রদান করে আসামি পক্ষকে আমার জমি ফেরত দিতে নির্দেশ দেন। ক্ষমতাকালীন সময় এমপি জিন্নাহ ও শ্যালক রিজুর কারণে আমি পেরে উঠতে পারিনি। এই ব্যাপারে অনেক দ্যান দরবার ও মিডিয়াতে প্রেস ব্রিফিং করেছি তাতেও কোন লাভ হয়নি। বর্তমানে দখলদার মোকামতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাহিমা বেগমের ছত্রছায়ায় আছে উপজেলা নেতার নির্দেশে স্থানীয় জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নেতারা। যার কারনে এখনো আমি এই জমি ফেরত পাচ্ছিনা।
আমি একজন গরিব ও অসহায় ব্যক্তি হওয়ার কারণে কেউ আমাকে সহযোগিতা করছে না। সরকার ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমার আবেদন আমি যেন মহামান্য আদালতের দেওয়া রায়ের ভিত্তিতে জমিটি ফেরত পাই। এই অবৈধ দখলদারকে উচ্ছেদের জন্য আকুল আবেদন করছি।
এ বিষয়ে অভিযুক্ত জাতীয় পার্টির নেতা মো: কোহিনুর এর কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, জমিটা মূলত আমার, তার অভিযোগ ভিত্তিহীন।