বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় পূর্বশত্রুতার জেরে মারামারির ঘটনা ঘটেছে। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল সদরের কাটনারপাড়া এলাকায় এ মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদরের স্থানীয় এক সাংবাদিক ও তার পরিবার হুমকির মুখে রয়েছেন।
সদরের কাটনারপাড়া এলাকার মৃত আব্দুল ওহাব জলি'র ছেলে নিউজ ফেয়ার টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি ইকবাল মাহমুদ বাপ্পি ৩ জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছেন।
বিবাদীরা হলেন, মামুনুর রশিদ মামুন (৫০) পিতা- মৃত আব্দুর রাজ্জাক,পাপিয়া বেগম (৪৫) স্বামী- মামুনুর রশিদ মামুন,সাদিয়া (১৯) পিতা-মোঃ মামুনুর রশিদ মামুন, বিবাদীদ্বয় ভুক্তভোগী ইকবাল মাহমুদ বাপ্পির চাচাতো ভাই, ভাইয়ের স্ত্রী ও মেয়ে হয়।
ভুক্তভোগী বাপ্পি অভিযোগে বলেন,উক্ত বিবাদীরা আমার মা, স্ত্রীকে ও সন্তানদেরকে দেখতে পারে না এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি প্রদান করে। বিবাদীগণদের সাথে আমার বাড়ীর জায়গা নিয়ে বেশ কিছুদিন পূর্ব হইতে বিরোধ। সেই শত্রুতার জের ধরে ১৮ তারিখ সন্ধ্যা অনুমান ৫ টা ৩০ মিনিটের দিকে বিবাদীদ্বয় আমাদের বাড়ীর সামনে এসে আমার মা রেবেকা সুলতানা ও আমার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে অশ্লীল ভাষায় অকথ্য গালি গালাজ করেন। তখন আমার মা ও আমার স্ত্রী গালি গালাজ করিতে নিষেধ করিলে বিবাদীদ্বয় আমার মা'কে এলোপাথারী ভাবে কিল ঘুষি চর থাপ্পর ও ইট পাটকেল দ্বারা আঘাত করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে ছিলা ফুলা বেদনা দায়ক জখম হয় । তখন আমার মা'র ডাক চিকিৎসার আমির স্ত্রী ঘটনাস্থলে আসলে বিবাদীদ্বয় আমার স্ত্রীকে এলোপাথারী ভাবে কিল ঘুষি চর থাপ্পর ও লাথি মরে শরীরের বিভিন্ন স্থানে মারপিট করেন। তখন আমর মা ও আমার স্ত্রী ডাক চিৎকার করিলে আমাদের বাড়ীর আশে পাশের বাড়ীর অনেকেই ঘটনাস্থলে আসলে বিবাদীগণ মারপিট সহ খুন জখমের ভয়ভীতি ও হুমকি প্রদান করে ঘটনাস্থল হইতে চলে যায়।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মঈনুদ্দীন বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।