সাইফুল ইসলাম, চট্টগ্রামঃ
কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় নিজ কক্ষে ওড়না পিছিয়ে ঝুলিয়ে মোঃ দেলোয়ার হোসেন (২৮) নামে যুবক আত্মহত্যার চেষ্টা করে এসময় তার পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজিতে মৃত্যু বরণ করে।
গত ৪ ডিসেম্বর (বুধবার) রাত ১১.৩০ টায় চরলক্ষ্যার ৪নং ওয়ার্ডের তাজু মুল্লুকের বাড়িতে এ ঘটনা ঘটে। সে আব্দুল মালেক ও মৃত রোকেয়া বেগমের পুত্র।
বিষয়টি কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়, সাং-রাত সাড়ে ১১ টার দিকে নিজ বসতঘরে সবার আড়ালের ওড়না পিছিয়ে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী এবং বড় ভাই দেখতে পেলে ঝুলন্ত অবস্থা হতে নামিয়ে সিএনজি যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চরলক্ষ্যা চার রাস্তার মোড়ে মারা যায়। তদুপরি মৃত্যু নিশ্চিত কিনা তা জানতে কর্ণফুলী থানাধীন কলেজ বাজারস্থ কমিউনিটি ক্লিনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের পিতা ও স্ত্রীর উপস্থিতিতে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। তবে কি কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা জানা যায় নি, আত্মহত্যার কারন তদন্তাধীন রয়েছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।