• ঢাকা
  • বুধবার , ১৯ মার্চ ২০২৫ , সকাল ০৮:৪৪
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

শিবগঞ্জে আলোচিত ড্রাইভার শামিমকে চাকরিচ্যুত করলেন সহকারী কমিশনার ভুমি

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
শিবগঞ্জে আলোচিত ড্রাইভার শামিমকে চাকরিচ্যুত করলেন সহকারী কমিশনার ভুমি প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের অভিযুক্ত আলোচিত সেই ড্রাইভার এলাকার মুরাদপুর গ্রামের  মৃত দেলোয়ার হোসেনের ছেলে শামিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে চাকরিচ্যুত করলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান।

জানা গেছে, শিবগঞ্জ উপজেলা ভূমি অফিসের আলোচিত ড্রাইভার শামীমের বিরুদ্ধে বিভিন্ন  অভিযোগের তথ্য উঠে আসে বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে।

এসিল্যান্ডের ড্রাইভার শামীম জিরো থেকে হিরো কোটি টাকার মালিক শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত শামিমের বিরুদ্ধে আনা নানা অনিয়মের  তথ্য সঠিক কিনা তা যাচাই-বাছাই করার জন্য তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির অনুসন্ধানের মাধ্যমে তার বিরুদ্ধে আনা নানা অনিয়মের  অভিযোগের সত্যতা প্রমাণিত হাওয়ায় রবিবার (৩ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযুক্ত ড্রাইভার শামীমকে চাকরিচ্যুত করেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান জানান, শামিমের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের প্রমান পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সেবাপ্রার্থীরা আবেদন নিয়ে অফিসে সরাসরি আসবেন। আমি থাকাকালীন সময়ে কোন দালালী ও চাঁদাবাজী চলবে না। যদি কেউ এর সাথে জড়িত থাকে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন