নিউজ ডেস্কঃ
বগুড়ার সোনাতলায় নানা আয়োজনে মধ্যে দিয়ে পালিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠন "বগুড়ার ব্লাড ডোনার সোসাইটি"র আহবায়ক কমিটির সদস্য রিদয় ইসলাম সেলিমের ২২তম জম্মদিন।জম্মদিন উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুর ১২টায় আলোচনা সভা, কেক কর্তন ও ভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সদস্য ও দৈনিক নয়াদিগন্তের রিপোর্টার মিনাজুল ইসলাম, বগুড়া ব্লাড ডোনার সোসাইটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইবনে আজম শাকিল, সাধারণ সম্পাদক রাকিব ইসলাম রকি,অত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক শাহাদাত হোসেন শাওন,উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা: ফজলে রাব্বি নাসিম, পৌর ছাত্রনেতা রিয়াদ হোসেন,ধর্মীয় সম্পাদক ইমরান হোসেন,মো: রায়হানসহ অনেকে উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে তাকে বিভিন্ন সংগঠন, পত্রিকার অফিসের পক্ষ সম্মাননা স্মারক প্রদান করাসহ ব্যক্তিগত ভাবে উপহার দেওয়া হয়।