নিউজ ডেস্কঃ
বগুড়ার উত্তর বয়ড়া গ্রামে চমি জবর দখল করে বেড়া নির্মাণ,মারপিটের হুমকি, থানায় অভিযোগ ব্যবস্থা নেওয়ার দাবী।
বগুড়ার সোনাতলা থানার অভিযোগ সুত্রে জানা গেছে,উত্তর বয়ড়া গ্রামের মৃত মমতাজুর রহমান মন্ডলের পুত্র নজমুল মাহমুদ তুহিন গত ২০০৮ ইং সালে বয়রা মৌজার ডিপি খতিয়ান ৭৫৭, দাগ নং ৫৪৩, দাগে ৬৭ শতকের কাতে ৩.২৫ ( সোয়া তিন) শতাংশ জমি কবলা ক্রয় করে তাহারখারিজ এবং রাজস্বাদি প্রদান করে গাছপালা, বাঁশ ঝাড় লাগিয়া ভোগ দখল করে আসিতেছে। বাদী তুহিন জানান গত ৩/১০/২৪ ইং তারিখ সকাল অনুমান ১১টায় বিবদাী ১/ বকুল মিয়া, পিতা মৃত সেকেন্দার আলী ২/ আবু তাহের পিতা ইব্রাহীম মুন্নি, ৩/ তাছলিমা বেগম, স্বামী মাসুম মিয়া, ৪/ তারাজুল ইসলাম, পিতা মৃত আনোয়ার মোল্লা, ৫/ বাবু মিয়া পিতা সাইফুল ইসলাম সরতার ৬/ আরেফা বেগম , স্বামী শফিউর রহমান মোল্লা, সকলের সাং উত্তর বয়ড়া, ৭/ খলিল মিয়া, পিতা খট্টু মিয়া, ৮/ বাবু মিয়া পিতা সাইফুল সরকার, ৯/ মুন্নু মিয়া পিতা মজনু মিয়া উভয়ের সাং চরপাড়ার থানা সোনাতলা, জেলা বগুড়া গণ সহ অজ্ঞাত ২০/৩০ জন আমার জমিতে এসে গাছপালা, বাঁশঝাড় কেটে জমি জবর দখল করে চারপাশে টিনের বেড়া দেয় এবং হুমকি প্রদান করে যে, বাদীরা যদি জমিতে আসে তাহলে হত্যাকরে এই জমিতেই পুতে রাখব। ভুক্তভোগী বাদী বিষয়টি তদন্ত করে এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবী জানান।