• ঢাকা
  • রবিবার , ২৩ মার্চ ২০২৫ , রাত ১১:৪৬
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ফরিদপুরের চরভদ্রাসন বাজারে লিজকৃত যায়গা জবরদখলে চেষ্টা :থানায় অভিযোগ

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরের চরভদ্রাসন বাজারে লিজকৃত যায়গা জবরদখলে চেষ্টা :থানায় অভিযোগ প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লাঃ

ফরিদপুরের চরভদ্রাসন বাজারে লিজকৃত৭টি দোকানের ০.৮শতাংশ জায়গা নিয়ে দীর্ঘপ্রায় ২৫ বছর  ধরে মামলা মোকদ্দমা চলমান থাকা অবস্থায় জেলাপ্রশাসক কর্তৃকউচ্ছেদ কারীরা গত২০শে আগস্ট ১১ টা জবর দখলের চেষ্টা করে।এর প্রতিকার চেয়ে চরভদ্রাসনেরএমপি ডাঙ্গী  গ্রামের মৃত ফরমান আলী শেখের স্ত্রী সেতারা বেগম বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি অভিযোগ দাখিল করেন।

সরজমিনে দেখে গেছে, দেওয়ানী১/২০০০নিম্ন আদালত (প্রথম আদালত)  বিচার্য বিষয় ১ ও ৫ একত্রে মুকাদ্দামাটি তামাদি দ্বারা বারিত এবং নালিশি জমিতে বাদী পক্ষ ২১/৪/২০০০ ইং এরপূর্বে দখল প্রমাণের ব্যর্থ হওয়ায় বিচার্য বিষয় ২-৪ নং বাদী পক্ষের প্রতিকূলে সিদ্ধান্ত হয়েছে। ফলে মুকাদ্দমাটি বর্তমান আকারে রক্ষণীয় নহে বাদী প্রার্থিত মতে প্রতিকার চাইতে হকদার নহে এ মর্মে  কোট অবহিত করেছে বিধায় বিচার্য বিষয় ১ ও ৫ নং বাদী পক্ষের প্রতি কুলে রায় সিদ্ধান্ত হয়, মোঃ মাসুদ পারভেজ চরভদ্রাসন সহকারি জজ' আদালতে।

(উচ্চ আদালত)ফরিদপুর জেলা যুগ্নু  জজ আদালতের বিচারক কনিকা বিশ্বাস আদালতে ৩৫/২০১০ নং মামলা পূর্বের রায়ে,  ১/২০০০ নং  মামলায় চরভদ্রাসন সহকারী জজ'  মাসুদ পারভেজর রায় উচ্চ আদালতে বহাল রাখে। ৩৫ /২০১০  নং মামলার রায়ের বিরুদ্ধে  সেখ আব্দুল মান্নান হাইকোর্টের কোন আপিল করেনি।

 জারি মামলা ২/২২ রায়ের কপিতে  বলা হয়েছে ডিগ্রিদার পক্ষের প্রার্থনা অনুযায়ী ১২/৮৭ নম্বর দেওয়ানি মোকাদ্দমার সূত্র ধরে কোন জারি মোকদ্দমা দাখিল হওয়ার কোন বিধান নাই। জারি মুকাদ্দমা রায় ডিগ্রী পাওয়ার ৩বছর মধ্যে করিত হইবে। কিন্তু জারি মামলাটি দাখিল হয়েছে দীর্ঘ ৩৫ বছর পর যা সম্পূর্ণ তামাদি বারিত হয়েছে। কোট'না মঞ্জুর করেছে। 

চরভদ্রাসন ইউনিয়ন  ভূমি অফিস ৮৬ নং স্মারকে  এসএ ১০১২০ নং দাগে জমির পরিমাণ ২.১১একর এসএ ১০১২০ নং দাগে ০.১৬ একর জমি ১নং খাস খতিয়ান ভুক্ত হয়েছে।আংশিক দিয়ারা ৮০০৪ নং দাগে রুপান্তরিত হয়েছে যা ১নংখাসখতিয়ানে বাংলাদেশ সরকার এর পক্ষে জেলা প্রশাসক মহোদয়ের নামে রেকর্ড ভক্ত হয়েছে।জেলা প্রশাসক পক্ষে শেখ আব্দুল মান্নান কে ডি সি আর গ্রহণের জন্য৭ টি  নোটিশপ্রদান করেছিলেন কিন্তু তিনি গ্রহণ করেনি।  এছাড়া আরো উল্লেখ্য যে বাদী সেখ আব্দুল মান্নান চরভদ্রাসন সহকারীজজ'আদালতে একই তফসিল নিয়ে মোকসেদ মোল্লা ও  চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার  চরভদ্রাসন এর বিরুদ্ধে দেওয়ানী ১/২০০০নংমামলার দায়ের করেন বাদীর প্রতিকূলে রায় হয়।বাদী উক্ত রায়ের বিরুদ্ধে যুগ্ম জেলা জজ আদালতে তৃতীয় আদালতে দেওয়ানী ৩৫/২০১০ নং মামলা আপিল করেএবং তা আবারো না মঞ্জুর হয়। 

দেওয়ানী আপিল  ০৭/২০০৮নংমামলার রায় ও ডিগ্রির বিরুদ্ধে সরকারপক্ষজবাব দাখিল করেছে মহামাণ্য হাইকোর্ট বিভাগ  সিভিল রিভিশন ৫৭৭৫/২০২৩নংমামলার।  মহামান্য  হাইকোর্ট  বিভাগের সিভিল রিভিশন  ০৫.১২.২৯০০.০১৭.০৪.০৩৯.১৭-২৩-১১৭২নং স্মারকে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সলিসিটর অণুবিভাগ,দেওয়ানী সুপ্রিম কোর্ট ঢাকা। সিনিয়র সহকারী সচিব শাখা(সিভিল-১)মোঃ আব্দুল্লাহ আল মাসুম এর কার্যালয় প্রেরণ করা হয়েছে২৭/৪/২৩ইংতারিখে।

সিভিল ডিভিশন ১৩/২৩ দুজন সিনিয়র আইনজীবীর মাধ্যমে১৪/৩/২৪ইংতারিখে জবাব দাখিল করা হয়েছে। যা আগামী ৫/৯/২৪ইং  তারিখে শুনানি দিন ধার্য আছে সিভিল রিভিশন আদালতে।

 গত ২০শে আগস্ট চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম ওচরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী এদুজন অফিসারের সাথে সেনাবাহিনীর সৈনিক সেক মাসুদ (২৭)অসৌজন্য মূলক আচরণ করে। 

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) নিশাত ফারাবির সাথে যোগাযোগ করলে তিনি জানান, কোটে'র বাইরে আমি কোন কাজ করবো নাএবং  উধর্তন  কর্তৃপক্ষের নিকট অবহিত করব। ফরিদপুরের সেনাবাহিনীর সিও লেফটেন্যান্ট কর্নেল নাহিদ সাহেবকে সেনাবাহিনীর অফিসারগন বারবার লিজধারীদেরকে  কেন হয়রানি করছে এর জবাবে তিনি বলেন সেনাবাহিনী জমি দেখভালো করতে যাবে না। 

এলাকাবাসীর সুশীল সমাজ দাবি করছে যেহেতু মামলা চলমান রয়েছে এবং কোর্ট থেকে উচ্ছেদের নির্দেশ প্রদান করেনি সেহেতুদখলদারদের হয়রানি বন্ধের প্রয়োজনী ব্যবস্থার নেওয়ার জন্য জোর দাবি করছে।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন