আব্দুস সালাম মোল্লাঃ-
ফরিদপুরের চরভদ্রাসনের জাকিরের সূরা নামক জাকেরর সুরা নামক স্থানে পানি উন্নয়ন বোর্ডের জিওব্যাগে ভরার মাটির প্রভাবশালী মহলে ভেকু দিয়ে কেটে বিক্রির দায়ে চরভদ্রাসন থানা পুলিশ ৯৯৯ এ ফোনের ফোনের পরিপ্রেক্ষিতে অফিসার ইনচার্জ আঃ ওহাবের নির্দেশে
এসআই শাহিনের নেতৃত্বে, একদল চৌকস পুলিশ পানি উন্নয়ন বোর্ডের জিওব্যাগের ভরার জন্য মাটি ও জিওব্যাগ ভর্তি মাটি ভেকু দিয়ে ট্রাক ভর্তি করে বিক্রির দায়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে মামলা নং১।তাং১/৭/২৪ইং, এস আই শাহিন বাদি হয়ে চারজনকে আসামি করে মামলা দায়ের করেছে।জাকেরের সুরা মুননাফের ৭শতাংশ জমি থাকায় মুননাফ ফকিরকে দিয়ে গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী মাটি কাটায়। হুকুমদাতা গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী এখনওধরাছুয়ার বাহিরে।ইয়াকুব আলী চেয়ারম্যান দৃতবাজ আইন আদালত কিছুই তোয়াক্কা করেনা প্রশাসনকে বৃদ্দা আংগুলি দেখিয়ে স্কুলে চাকুরী না করেও বেতন তুলছে।সুচতুর দৃতবাজ ইয়াকুব আলী চেয়ারম্যানকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী করছে সুশীল সমাজ ।গ্রেফতারকৃতরা হলেন ভেকুর মালিক নজরুল ইসলাম (৪৫) পিতাঃফজল মৃধা সাং তোর সুলতানপুর,গাজীর টেক চরভদ্রাসন।(২)ভেকুর
ড্রাইভার আশিক(২৫)পিতা শাহআলমসাংআবের খার কান্দি,ভাংগা ভেকু দিয়ে মাটি কাটারভেকুটি জব্দ করে সিজার লিস্ট কৈরি করে, চর-হরিরাম ইউনিয়ন পরিষদের মেম্বার হায়দার হোসেনের তত্যাবোধনে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আলোমগীর হোসেন, চরভদ্রাসন উপজেলার নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম ও চরভদ্রাসন থানার অফিসার্স ইনচার্জ আঃ ওয়াহাব ঘটনা স্থান পরিদর্শন করে ঘটনা সত্যতা পেয়েছে। পানি উন্নয়ন বোর্ডের মাটি ও জিওব্যাগ বিক্রির ফলে নদী শাসন ব্যাবস্থা চরম হুমকিতে।এতে কোটি কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। বলে সুশীল সমাজ ধারনা করছে। সরকারি সম্পদ বিনষ্ট কারিদের কঠিন বিচারের আওতায় এনে শাস্তির দাবি করছে সুশিল সমাজ।