• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৭:২৬
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন' এর ২৪/২৫ এর পূর্ণাঙ্গ কমিটি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন' এর ২৪/২৫ এর পূর্ণাঙ্গ কমিটি সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়েছে প্রিন্ট ভিউ

এস এম রফিক মাহমুদ, নোয়াখালী  প্রতিনিধিঃ 

 নোয়াখালীর সুবর্ণচরের প্রবাসীদের আস্থার অন্য নাম সুবর্ণ প্রবাসী ফাউন্ডেশন এর ২৪/২৫ এর কমিটি গনতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে, 

নির্বাহী পরিচালক    সিরাজ ইবনে মোস্তফা,  এবং সাধারণ সম্পাদক  মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির, এবং সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন  নির্বাচিত হয়েছেন। 

তাঁরা তিনজনসহ নতুনভাবে বিভিন্ন দেশে অবস্থানরত সুবর্ণ সন্তানদের নিয়ে ঘঠিত এই কমিটি করা হয়েছে । 

 প্রবাসীদের এই ঐক্য আরও সমুজ্জ্বল করতে তাঁদের বন্ধন আরও সুদৃঢ় হবে। প্রবাসীরা নিজেদের জীবন যৌবন স্বপ্ন সব একাকার করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। জনহিতকর এমন প্রোজ্জ্বল সংগঠন এর সব সদস্যের অভিনব অবদান ও বিরল কার্যক্রম স্বীকৃত,  

ফেনী গার্লস ক্যাড়েট কলেজের সহকারী অধ্যাপক মিজান বিন মজিদ বলেন

 আপনারা (সুবর্ণসন্তান) নিরাপদ হলে নিরাপদ থাকে বাংলাদেশ। স্যালুট রেমিট্যান্স লড়িয়ে প্রিয় প্রবাসী ভাইয়েরা। আপনাদের সংগঠনের দীর্ঘায়ু ও টেকসই উন্নয়ন প্রার্থনা করছি।

সারাদেশ

আরও পড়ুন