মামুন,বগুড়াঃ
বগুড়ার সোনাতলায় বিদ্যুৎস্পৃষ্টে ফজর উদ্দিন আকন্দ (৬৫) নামের এক বৃদ্ধ'র মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর ১ টার দিকে উপজেলার বারোঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি ঐ এলাকার মৃত- ময়েজউদ্দিন আকন্দের দ্বিতীয় ছেলে।
এলাকা সূত্রে জানা যায়, নিহত ফজর উদ্দিন আকন্দ সকালে গরুর ঘাস কাটতে জমিতে জায়। সে সময় একই এলাকার মোঃ সবুজ মিয়ার আখ খেতে সংযোগ দেওয়া বৈদ্যুতিক লাইনে শক খেয়ে ঘটনাস্থলে মারা যায়।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, ঐ এলাকার মোঃ মোন্তেজার রহমান( মোন্তা)'র ছোট ছেলে সবুজ মিয়া বাড়ির পাশে প্রায় ১৫ শতাংশ জমিতে ফিলিপাইন জাতের আখ চাষ করেছে। সেখানে গরু- ছাগলে, শেয়াল ও চোরের ভয়ে ক্ষেতে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ঘেড়াও করে রেখেছে।যাতে করে কেউ চুরি করে আখ খেতে না পারে।
নিহতের ছেলে জহুরুল ইসলাম (৩০) বলেন, আমার বাবা সকাল ৮/৯ টার দিকে পাথারে গরুর ঘাস কাটতে যায়। ৩-৪ ঘন্টা অতিক্রম করলে নিহতের স্ত্রী, ভাই খোঁজাখুজি করতে থাকে। একপর্যায়ে নিহতের ভাই দেখতে পায় আখ খেতে মৃতদেহ পড়ে আছে। দেখার পরপরই ডাক চিৎকার করতে করতেই এলাকাবাসী ঘটনাস্থলে এসে মৃত দেহ উদ্ধার করে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, নিহেতের কেউ অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত দেহকে সুরতহালের জন্য মর্গে পাঠানো হয়েছে।