স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লাঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের সাবেক মেম্বার পোড়াদিয়া গ্রামের বাসিন্দা জাকারিয়া হোসেন (৬০)পলিথিনের ছাউনি আর পাটখড়ির বেড়া দিয়ে ঘর বানিয়ে বসবাস করছেন স্ত্রী ও কন্যা সন্তান নিয়ে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার সরকারি একটি ঘর পেলে পরিবার নিয়ে থাকতে পারতাম, দিতে পারতাম মেয়ের বিয়ে।
আমার কোন পুত্র সন্তান নেই, তিনটি মেয়ে আছে, ছোট মেয়ে কলেজে পড়ে।লেখাপড়ার খরচ জোগাতে হয় মানুষের কাছে সাহায্যে চেয়ে মানবেতর জীবন। সংসার চালাতে পারি না ঘর করব কিভাবে? মাছ ধরা আমার নিশা - বিক্রি করে কোনমতে সংসার চলে।এখন আমি স্টোক করে অসুস্থ হয়ে চরম দুরবস্থা ।
মানুষের সেবা করাই যার কাজ আজ তিনি নিজেই অসহায় জীবন যাপন করছে। কখনো তিনি অসহায়ত্বের কথা কাউকে বলেননি।পলিথিনের ঘরেই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে থাকেন।সরকারি ভাবে একটি ঘর প্রদানের জন্য জেলা প্রশাসক মহোদয় সুদৃষ্টি দেওয়ার জন্য এলাকাবাসীর ওসুশীল সমাজ জোরালো দাবি করছে।