স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লাঃ
"কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ককর্মকর্তা শারমিন আক্তার সভাপতিত্বে এক আয়োজনে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন সুলতানার সঞ্চালনায় করেন।
এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,জাইকার চরভদ্রাসন উপজেলা কোঅর্ডিনেটর মনজুর সামাদ, চরভদ্রাসন রোকনউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল কবির,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাংবাদিক মেজবাহউদ্দিন, চরভদ্রাসন মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়েরপ্রধান শিক্ষিকা শিরিন সুলতানা ওবিভিন্ন নারী সমিতির নেতৃবৃন্দ ও এলাকার কন্যা শিশুরাএছাড়া বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন এশা আক্তার, রাদিয়ে জাহান জুই।