• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৬:৩৯
ব্রেকিং নিউজ
হোম / বিনোদন

ফরিদপুরে মরহুম সৈয়দ আলী খলিফা স্থৃতি ক্রিকেট টুনামেন্ট খেলা অনুষ্ঠিত

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরে মরহুম সৈয়দ আলী খলিফা স্থৃতি ক্রিকেট টুনামেন্ট খেলা অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লাঃ

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মোহন মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে "২৯ জুন রোজ শনিবার বিকাল ৩ ঘটিকায় ,মরহুম সৈয়দ আলী খলিফা স্থৃতি ক্রিকেট টুনামেন্ট- ২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

"উক্ত খেলায় মোট ১৬ টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। এর মধ্যে  ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন শক্তিশালী ইলিয়াস ও মাছুমের দল। মাছুম একাদশ ও আদমপুর নূর টেড্রার্স। আদমপুর নূর টেড্রার্স মাছুম একাদশ কে ৭ উইকেটে পরাজিত করেন।   

উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্ট দেখতে, ভীড় জমায় শত শত দর্শক।

চার-ছক্কা হাঁকালে-আউটের সময়ে করতালি আর চিৎকারের ধ্বনিতে খেলোয়াদের উৎসাহ জোগান  আগত দর্শকবৃন্দ। এদের প্রায় অধিকাংশ বয়সে শিশু-কিশোর ও যুবক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৭ নং অম্বিকাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব নুরুল আলম । বিশেষ অতিথি ছিলেন মশিউর রহমান, মোশাররফ মৃধা , সভাপতি, অম্বিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগ। সার্বিক সহযোগিতায় ছিলেন আরিফুল ইসলাম।

খেলাধুলা

বিনোদন

সারাদেশ

আরও পড়ুন