স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম :
ফরিদপুরে চরভদ্রাসন উপজেলায় এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।এ খেলায় অংশগ্রহণ করেন চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব(ফরিদপুর) বনাম সুন্দরী পাড়া ফুটবল একাদশ দোহার (ঢাকা)।এ প্রীতি ফুটবল খেলা প্রধান অতিথি ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার আলী মোল্লা, সভাপতিত্ব করেন চরভদ্রাসন উপজেলা নিবা'হী অফিসার ফয়সাল বিন করিম।
৪৫+৪৫=৯০মিনিটের খেলা অনুষ্ঠিত হয়।
চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব (ফরিদপুর)কে সুন্দরী পাড়া একাদশ দোহার(ঢাকা)৪---১গোলে পরাজিত করে।সুন্দরী পাড়া একাদশ দোহার জয়ী হয়।
খেলায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা তানজিনা আক্তার, খেলা শেষ অংশে আরো উপস্থিত ছিলেন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান (মুরাদ), সাংবাদিক, শিক্ষক, ছাত্র ছাত্রী এবং সুশীল সমাজের ক্রিড়ামোদী সহ বিপুল দর্শনার্থী উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
খেলাটি আয়োজন করে চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব (ফরিদপুর)।
বিপদগামী (মাদকাসক্তি) যুব সমাজকে বিরত রাখতে স্পোর্টস বিনোদন রয়েছে বলে অভিমত ব্যক্ত করছে সুশীল সমাজ।