বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষা বৃত্তি উপলক্ষে গতকাল সোমবার ( ৪ নভেম্বর) সকাল দশটার দিকে সেমিনার ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে ।
সেমিনারের মুল প্রতিপাদ্য বিষয় ছিল সাফল্যর চাবিকাঠি (টাইম ম্যানেজমেন্ট) সেমিনারে ডাঃ শাইখ আহম্মেদ রিংকু সহযোগী অধ্যাপক টিএমএসএস মেডিক্যাল কলেজ এর সভাপতিত্বে এবং প্রভাষক জাকারিয়া লিটনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, টিএমএসএস মেডিক্যাল কলেজ ডেন্টার ইউনিট এর বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মিফতাউল ইসলাম (মিলন)। এতে অন্যান্যদের মধ্যে সেমিনারে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ ফারুকুল ইসলাম ফারুক।
নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল, প্রভাষক মোঃ জিয়াউর রহমান, নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, ভাটরা খাঁন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, নিমাই দিঘী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
সেমিনারে প্রদানকৃত বক্তব্য শেষে কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে মূল্যবান উপহার সামগ্রী হিসেবে বই প্রদান করা হয়। উল্লেখ্য, ২০২২-২০২৩ সালে অনুষ্ঠিতব্য মনছুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষা বৃত্তি পরীক্ষায় ট্যাল্টেনপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ১৪জন শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ প্রদান করা হয়।