বগুড়া প্রতিনিধিঃ
এফবিসিসিআই সালিশি ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব মিসেস নাসরিন বেগম বলেন, দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে পরকালে মুক্তি পাওয়া সম্ভব। ইসলামী জ্ঞান অর্জনের মাধ্যমে ইহকালের জন্য সুবিধা এবং পরকালের জন্য নাজাত পাওয়া সম্ভব। যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত হয় তারা দুনিয়াতেও কামিয়াবি ও আখেরাতেও বিজয়ী। প্রত্যেক সন্তানকে আধুনিক শিক্ষার পাশাপাশি ন্যূনতম ইসলামী শিক্ষাই শিক্ষিত করা উচিত। অন্তত তারা যেন মা বাবার মৃত্যুর পরে তাদের জানাজা করতে পারে এবং দোয়া দরুদ পাঠ করে তাদের কবর জিয়ারত করতে পারে। কারণ অন্যান্য মানুষদের দোয়ার চেয়ে পিতা মাতার জন্য নিজের সন্তানের দোয়া আল্লাহ পছন্দ করেন এবং তা কবুল করেন। মাদ্রাসার সার্বিক উন্নতির জন্য মরহুম আব্দুস সামাদ তালুকদার ও মরহুমা ফেরদৌস বেগম এর দুই পুত্র যথাক্রমে এএসএম কামাল ও মরহুম এএসএম জামালের পরিবারের সদস্য সহ ৪ কন্যা ও তাদের সন্তানদের পক্ষ থেকে সকল সহযোগিতা থাকবে।
আজ ৭ই ফেব্রুয়ারি, শুক্রবার, বেলা ১১ টায় বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া এলাকায় অবস্থিত মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শাফায়াত সজল।
বিশেষ অতিথি হিসেবে উক্ত মহতি সভায় উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী, বিশিষ্ট প্রকৌশলী শাহ মোহাম্মদ আসিফ ও বিশিষ্ট আইনজীবী শাহ মোহাম্মদ সাইব। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি আলহাজ্ব রওশন আলী আলো, প্রকৌশলী মোরছালিন রহমান, নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাংগঠনিক সম্পাদক ও অনলাইন প্রেসক্লাবের সদস্য রসুল খন্দকার।
মাদ্রাসার সুপার মাওলানা রাকিবুল হাসানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ, মাদ্রাসার শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম, হাফেজ আতাউল হক, হাফেজ আবু হুজাইফা, হাফেজা আঁখি বেগম। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা রাকিবুল হাসান।
এর পূর্বে মিসেস নাসরিন বেগম ও তার ভাগিনাদ্বয় শাহ মোহাম্মদ আসিফ ও শাহ মোহাম্মদ সাইবকে সাথে নিয়ে তার পিতামাতা ও নানা নানী মরহুম আব্দুস সামাদ তালুকদার ও মরহুমা ফেরদৌস বেগম এর নামে প্রতিষ্ঠিত নুনগোলা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত পাঠাগার পরিদর্শন করেন। পরে তারা চাঁদপুর তিনতেউরি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় গ্রামের মৃত মহিলাদের জন্য নবনির্মিত গোসলখানার কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন। শেষে তারা মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন করে আলোচনা সভায় অংশ নেন ও মাদ্রাসার পরিবেশ, নিয়ম, শৃঙ্খলা দেখে সন্তোষ প্রকাশ করেন ও সহযোগিতার আশ্বাস দেন।