• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৮:২৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

বগুড়া প্রতিনিধিঃ

অদ্যই ২ জানুয়ারি ২০২৫ শহীদ খোকন পৌর  শিশু পার্কে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল হাসান এর সভাপতি তে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আব্দুল হক আজাদ ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আহমদ শাফি  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার  সভাপতি আ ন ম মামুনুর রশিদ উপদেষ্টা আবুল কালাম আজাদ জাতীয় ওলামা-মাশায়েখ আইমা পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল মতিন । এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার ছাত্র ও যুব সম্পাদক সোহরাব হোসাইন সাংগঠনিক সম্পাদক মুফতি ইমদাদুল হক, প্রভাষক জিয়াউর রহমান প্রমূখ। 

 প্রধান অতিথির বক্তব্যে আব্দুল হক আজাদ বলেন," ইসলামী আদর্শ নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত করলেই সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব তাই প্রতিটি ছাত্রকে ইসলামের আদর্শে অনুপ্রাণিত হওয়ার আহবান জানান ।

 এছাড়াও ২০২৪ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন সেশনের সভাপতি হিসেবে  মোহাম্মদ নাঈম হাসান,সহ-সভাপতি হিসেবে মুস্তাকিম বিল্লাহ মুজাহিদ ও সাধারণ সম্পাদক হিসেবে সোহেল রানার নাম ঘোষণা করেন ।

রাজনীতি

আরও পড়ুন