নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার সোনাতলায় থানা পুলিশের অভিযানে ৩ জুয়ারীকে আটক করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকুল্যা ইউনিয়নের পদ্মপাড়া জঙ্গলে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৩ জুয়ারীকে আটক করেছে পুলিশ। এসময় অন্যান্যে জুয়ারীরা পালিয়ে যায়। জুয়ারীরা হলেন, পদ্মপাড়া গ্রামের শ্যামল সরকার ছেলে সজল, একই এলাকার মৃত নাজির উদ্দিন ছেলে ইসমাইল হোসেন ও মৃত সবুজ সরকারের ছেলে রিয়াদ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই এ ধরনের জুয়ার আসর বসায় । জুয়া খেলায় এলাকার তরুণরা নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সে সাথে পরিবারকেও অর্থনৈতিক ভাবে সর্বশান্ত করছে। শুধু তাই না জুয়া খেলার কারণে এলাকায় চুরির প্রবনতা বৃদ্ধি পেয়েছে।
আমরা আইনশৃঙ্খলা বাহিনীদেরকে অনুরোধে আজকে অভিযান চালিয়ে জুয়ারীদের আটক করেছে এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে।
এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী বলেন, সন্দেহ ভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে।