ফাহাদ মোল্লাঃ
"সু-স্বাস্থ্যের জন্য সাঁতার " এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪- ২৫ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, মুন্সিগঞ্জ এর আয়োজনে-
" অনূর্ধ্ব -১৫ বালক ও বালিকাদের সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান"
অদ্য দুপুর - ১২ ঘটিকায় মুন্সীগঞ্জ জেলার সুইমিংপুলে অনুষ্ঠিত হয়৷
উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন - জনাব খাদিজা পারভীন, জেলা ক্রীড়া অফিসার, মুন্সিগঞ্জ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - জনাব ফাতেমা তুল জান্নাত, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মুন্সিগঞ্জ। তিনি অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জনাব বাছির উদ্দিন জুয়েল , সভাপতি ,মুন্সীগঞ্জ প্রেসক্লাব , মুন্সীগঞ্জ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন - জনাব ফয়সাল হক ,অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) মুন্সীগঞ্জ। এছাড়াও আরো উপস্হিত ছিলেন জাতীয় সাঁতার কোচ - জনাব নুরুল ইসলাম - জনাব আশরাফ উদ্দিন সিনিয়র শিক্ষক মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয় , এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক ও অভিভাবক সহ প্রমুখ ব্যক্তিবর্গ...
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় বলেন - পড়ালেখার পাশাপাশি খেলাধুলা কে গুরুত্ব দিতে হবে । খেলাধুলা শারীরিক এবং মানসিক বিকাশে অনেক বড় ভূমিকা পালন করে থাকে ।
তাই নিজেকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নাই । সকল খেলার মধ্যে সাঁতার সর্বোত্তম ব্যায়াম। সাঁতার শেখার মাধ্যমে ছেলেমেয়েরা পানিতে ডোবা থেকে বিরত থাকতে পারে , যার ফলে আমাদের পানিতে ডুবে মৃত্যুহার কমবে । তাই পড়ালেখার পাশাপাশি সাঁতার শেখা কে অবশ্যই গুরুত্ব সহকারে চালিয়ে নিয়ে যেতে হবে ।
উক্ত সাঁতার প্রতিযোগিতায় মুন্সীগঞ্জের ০৬ টি উপজেলার ১৫ টি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক বালক ও বালিকা অংশগ্রহণ করে।
উক্ত সাঁতার প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগে আলাদা আলাদা আটটি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয় ।
বালক বিভাগে দুইটি স্বর্ণ ও একটি রৌপ্য সহ তিনটি পদক নিয়ে এককভাবে চ্যাম্পিয়ন হয় - তানভীর দেওয়ান , মাকহাটী গুরুচরন উচ্চ বিদ্যালয় মুন্সীগঞ্জ সদরের প্রতিযোগী । বালিকা বিভাগের তিনটি স্বর্ণ পদক পেয়ে এককভাবে চ্যাম্পিয়ন হয়েছে - ফাতিহা মাহাতাব মাইশা , গজারিয়া সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ।
খেলাধুলার চর্চা ও প্রসার বৃদ্ধি করতে এবং উৎসাহ প্রদানে জেলা ক্রীড়া অফিস মুন্সীগঞ্জের পক্ষ থেকে বিজয়ী সকলকে ক্রেস্ট,মেডেল এবং সার্টিফিকেট প্রদান করা হয় । প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানটি শেষ হয়।