• ঢাকা
  • বুধবার , ২৬ মার্চ ২০২৫ , সকাল ০৬:৩১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ফরিদপুরে রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরে রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-জরিমানা প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লাঃ

ফরিদপুর শহরের বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। 

এ সময় দুটি দোকানের অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।ফরিদপুর শহরের বিভিন্ন খাবারের হোটেলে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফরিদপুর শহরের বিভিন্ন খাবারের হোটেলে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে।

খাবারের হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, মূল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অপরাধে শহরের জনতা ব্যাংক মোড় এলাকায় পাঁচতারা হোটেল এন্ড রেস্টুরেন্টেকে দুই হাজার টাকা ও মুজিব সড়ক ঝিলটুলীতে ধানসিঁড়ি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও বেশ কিছু হোটেলে সতর্কবার্তা দিয়ে যান এই কর্মকর্তা। খাবারের মান ও খাবারের পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় পৌরসভার সেনেটারি অফিসার ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

আইন আদালত

আরও পড়ুন