নবদিগন্ত ডেস্কঃ
বগুড়ার কাহালু উপজেলায় আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে রাসেল মল্লিক (২৯)এর ২ শতক জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে।
গত ২১ সেপ্টেম্বর উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামে ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, ভালতা গ্রামের মোস্তফা মল্লিকের ছেলে কবির মল্লিক (৩২), ইয়াছিন মল্লিকের ছেলে মোস্তফা মল্লিক (৬৫) ও ইমদাদুল মল্লিক (৪৮), মোস্তফা মল্লিকের ছেলে বাপ্পী মল্লিক (২৬) সম্মিলিত যোগসাজশে একই গ্রামের আব্দুর রাজ্জাক মল্লিকের ছেলে রাসেল মল্লিক এর অজানতে তার বাগানের জমির ২ শতাংশ জমিতে খুঁটি পুঁতে রাখেন এবং জমি দখল করেন।
এবিষয়ে ভুক্তভোগী রাসেল মল্লিক জানান, ভালতা মৌজার খতিয়ান নং-১৫৩, দাগ নং- ৬৭৪, ২৩ শতকের কাতে ৪ শতাংশ, কোবলা দলিল নং -২২৫৬/২৪, উক্ত বিবাদীদের সেখানে কোন প্রকার জায়গা জমি নেই তবুও আমার ৪ শতাংশ বাগনের মধ্যে ২ শতাংশ জমি দখল করেন। তারা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত।
তিনি আরো জানান,বিবাদী ইমদাদুল মল্লিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সে দলীয় প্রভাব খাটিয়ে আমাদের সাথে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এর আগেও অনেক মানুষের জমি দখল করেছে।
এ বিষয়ে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বলেন, জমিজমার বিরোধ নিয়ে লিখিত অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।