স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লাঃ
ফরিদপুর জেলার চরভদ্রাসনের গাজীরটেক ইউনিয়নের সাহের মোল্লার বাজারে ২৫ সে আগস্ট সকাল৭.০০ ঘটিকায় চর অযোধ্যা হাজীডাঙ্গী গ্রামের মুজাহার মুন্সির ছেলে আমিনুল ইসলাম বাচ্চু (২৫)কে দক্ষিণ চর সুলতানপুর গ্রামের সালাম মুন্সির ছেলে আজিজুল ছুড়িতাআঘাতে খুন হয়।
জানা গেছে, আজহার মুসির ছেলে আমিনুল ইসলাম বাচ্চু ওদক্ষিণ চর সুলতানপুর সালাম মুন্সী ছেলে আজিজুল তাদের চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এজমি জমার বিরোধকে কেন্দ্র করে গতকাল ২৪সে সেপ্টেম্বর সন্ধ্যায় গাজীরটেকের সাহেরমোল্লার বাজারে হাতাহাতির ঘটনা ঘটে। সে ঘটনার জের ধরে ২৫শে আগস্ট অনুমান সকাল ০৭.০০ ঘটিকার মৃত আমিনুল ইসলাম (৩৫), পিতা- মুজাহার মুন্সী, সাং- হাজীডাঙ্গী, থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুরকে চরভদ্রাসন থানাধীন গাজীরটেক ইউনিয়নের সাহেব মোল্লার বাজারে জমি জমা সংক্রান্ত বিরোধে তাহার চাচাতো ভাই আজিজ মুন্সী (৪৫),২। আকবার আলী মুন্সী (৩০), উভয় পিতা- সালাম মুন্সী, সাং- হাজীডাঙ্গী, থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুরদ্বয় ধারালো চাকু দিয়ে পেটে আঘাত করিলে গুরুত্বর জখম হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন উদ্ধার করিয়া চিকিৎসার জন্য চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসায় আশঙ্কাজনক অবস্থা হওয়ায় কর্তব্যরত ডাক্তারগন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা তাকে মৃত ঘোষনা করে। বর্তমানে মৃত লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একাধিক পুলিশ কর্মকর্তা ঘটনাস্পট পরিদর্শন করেছে।
এলাকাবাসীর সুশীল সমাজ জমিজমা বিরোধ কে কেন্দ্র করে খুন করার মত ঘটনা কারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার জোর দাবি করছে।