• ঢাকা
  • সোমবার , ২৪ মার্চ ২০২৫ , রাত ১২:২১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

চরভদ্রাসনে পানি উন্নয়ন বোর্ডের অনিয়মে বাঁধ ধ্বস

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
চরভদ্রাসনে পানি উন্নয়ন বোর্ডের অনিয়মে বাঁধ ধ্বস প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লাঃ

ফরিদপুর জেলায় চরভদ্রাসন উপজেলায় সুপারি বাগান নামক স্থানেপানি উন্নয়ন বোর্ডে অনিয়মে বাঁধ ধসে যায় ধসে যাওয়া অংশে রিপেয়ার কাজ চলছে ১কোটি ৩০ লক্ষ টাকা। 

গতবছর পানি উন্নয়ন বোর্ডে  অব্যবস্থাপনায় বাঁধ ধস শিরোনামে বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখির পর উপজেলা প্রশাসনের তরফ থেকে তদন্ত হয়।

সরজমিনেদেখা গেছে, চরভদ্রাসন উপজেলায় জাকেরের সুরা সুপারি বাগানে নামক স্থানে পানি  উন্নয়ন বোর্ডে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। 

দৈনিক দেশের কন্ঠ পত্রিকায় সহ সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়।  এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের তরফ থেকে তদন্ত নামে  তদন্তে উপজেলায় এলজিইডি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জালাল উদ্দিন কে আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করে।  

সেই ধুঁসে যাওয়া অংশে ১ কোটি ৩০লক্ষ টাকায় রিপেয়ার কাজ চলছে। রিপেয়ারএর কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসাস মল্লিক ট্রেডার্স ।  গত বুধবার সকাল ১১ টা চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম পানি উন্নয়ন বোর্ডের কাজের পরিদর্শনে যান। 

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের ব্যাপক অনিমের বিষয়ে জৈনক সাংবাদিক ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান তালুকদার পিএএ কে বিভিন্ন পত্রিকার নিউজের ব্যপারে ব্যাপক ভাইরাল হয, তা মৌখিকভাবে অবহিত করেন।এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তদন্ত নামে। 

এ ব্যাপারে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল বিন করিম কে এপ্রতিবেদক পানি উন্নয়ন বোর্ডের অনিয়মের ব্যাপারে তুলে ধরেন,যাতে রিপেয়ার কাজটি স্বচ্ছতার আওতায় থাকে সেদিকে নজর দেওয়ার জন্য অনুরোধ করেন ।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের এসিস্টেন্ট সাব ইঞ্জিনিয়ার আলতাফ হোসেনকে মুফোফোনে  এক কোটি ৩০ লক্ষ টাকা কাজটি স্বচ্ছতা  কতদূর তিনি জানান শতভাগ জবাবদিহিতায় আওতায় আনা হবে। গুনে গুনে জিওব্যাক ফেলা হবে। 

এলাকাবাসী সুশীল সমাজ পানি উন্নয়ন বোর্ডকোটি কোটি টাকার কাজ জবাবদিহিতা আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোরালো দাবি করছে।

সারাদেশ

আরও পড়ুন